Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২২

মরিয়মের হারিয়ে যাওয়া মা জীবিত উদ্ধার, নিখোঁজের ঘটনা মিথ্যা!

খুলনা থেকে হারানো রহিমা বেগমকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

খুলনা থেকে হারানো রহিমা বেগমকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ

খুলনার দৌলতপুরে সম্প্রতি নিজ বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম নামের এক নারী। নিখোঁজের প্রায় ঊনত্রিশ দিন পর অক্ষত অবস্থায় হারিয়ে যাওয়া সেই রহিমাকে ফরিদপুরে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে রহিমাকে উদ্ধারের কথা জানান খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। মায়ের নিখোঁজের তথ্য জানিয়ে ২৯ দিন ধরে তার সন্ধান করছিলেন তার মেয়ে মরিয়ম মান্নান।

পুলিশ বলছে, রহিমা বেগমকে উদ্ধারের পর নিখোঁজের ঘটনা সাজানো ছিল।

গত ২৭ আগস্ট খুলনার মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে নিখোঁজ হন ৫৫ বছর বয়সী রহিমা বেগম। এরপর থেকে তার সন্ধান করছিলেন তার মেয়ে মরিয়ম মান্নানসহ চার বোন। এনিয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়।

উদ্ধারের আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামে এক অজ্ঞাত লাশ উদ্ধারের পর ওই লাশকে নিজের মায়ের লাশ বলে দাবি করেছিলেন মেয়ে মরিয়ম মান্নান!

তবে উদ্ধারকৃত লাশের পোশাক দেখে মরিয়ম নিশ্চিত হতে পারেননি সব পোশাক তার মায়ের কী না, তাই মরিয়ম মান্নান মায়ের লাশ শনাক্তে ডিএনএ টেস্ট করানোর আবেদন। এরই মধ্যে উদ্ধার হলেন নিখোঁজ মরিয়মের মা রহিমা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করা হয়। খুলনা থেকে পুলিশের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশ শনিবার রাত পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে। তাকে এখন খুলনা নিয়ে যাওয়া হচ্ছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়