Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২৯, ৭ এপ্রিল ২০২১

মেডিকেলে চান্স পেয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের ৯ শিক্ষার্থী

মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটক

মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটক

এমবিবিএস (২০২০-২১) শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মৌলভীবাজার সরকারি কলেজের নয়জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পারমিতা চক্রবর্তী সুযোগ পেয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে। হাবিবা সিদ্দিকা পেয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ, সৈকত সোম ইমন পেয়েছেন রংপুর মেডিকেল কলেজে, সাবরিনা সুলতানা পেয়েছেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে, তাফসিয়া খান পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ, পুলক দেবনাথ পেয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে, সৈয়দা শারমিন সুলতানা পেয়েছেন নওগাঁ মেডিকেল কলেজে, আরিফ রহমান পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজে এবং আফরোজা আক্তার তামান্না পেয়েছেন শেখ হাসিনা মেডিকেল কলেজে।

রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাৎ পাসের হার ৩৯.৮৬।

শুক্রবার (২ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এবারের পরীক্ষা নেয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

মেধা তালিকায় প্রথম মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।

পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী ১৮টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কৃতকার্য অন্যান্য শিক্ষার্থীরা মেধা তালিকা অনুযায়ী দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে ৮ হাজার ৩৪০টি।

আইনিউজ/কেএইেএস/এসডি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়