Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪২, ৮ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে নৌকার জয়জয়কার, স্বতন্ত্রের ভরাডুবি 

মৌলভীবাজারের চারটি আসনে নির্বাচনে জয়ী এমপিরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের চারটি আসনে নির্বাচনে জয়ী এমপিরা। ছবি- আই নিউজ

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। বিপরীতে পরাজিত হয়েছে ভরাডুবি হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। 

রোববার (৭ জানুয়ারি) রাতে ভোটগ্রহণ শেষে জেলার ৫৪৯টি ভোটকেন্দ্রের ভোট গণনার পর জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে এসব চিত্র উঠে আসে। যেখানে চারটি আসনেই নৌকার জয় হয়েছে। হেরেছেন বাকি ১৬ প্রার্থী। যাদের মধ্যে ছিলেন অনেক হেভিওয়েট আলোচিত প্রার্থীও।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১২টি কেন্দ্রে তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট।
 
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নাদেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫শ ৫২ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪শ ৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬শ ৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫শ ৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩শ ৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩শ ৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১শ ৬১ ভোট।
 
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর – রাজনগর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ( নৌকা প্রতীক) জয়ী হয়েছেন। স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১০৯টি কেন্দ্রে, ১ লাখ ৬৭ হাজার ৮শ ৪৬ ভোট পেয়েছেন। 

জিল্লুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (মশাল) আব্দুল মোসাব্বির পেয়েছেন ১১৭৪ ভোট। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (হাতুড়ী) তাপস কুমার ঘোষ পেয়েছেন ৫৫৩ ভোট। ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মো. আব্দুর রউফ পেয়েছেন ২৭৮ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (আম) মো. আবু বকর পেয়েছেন ১২৫ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আলতাফুর রহমান পেয়েছেন ১৫৯১ ভোট। সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. ফাহাদ আলম পেয়েছেন ৭৪৫ ভোট।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ – শ্রীমঙ্গল ) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ (নৌকা প্রতীক) জয়ী হয়েছেন। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২ লাখ ১২ হাজার ৪শ ৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা পেয়েছেন মাত্র ৫ হাজার ৩শ ৫১ ভোট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়