Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মো. ফাহাদ আহমদ

প্রকাশিত: ১৮:১০, ১৩ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাদল মামলায় পলাতক থাকা আসামি

মাদল মামলায় পলাতক থাকা আসামি

মৌলভীবাজারে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। 

বুধবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলার খলিলপুর ইউপিধীন হামরকোনা এলাকা থেকে ঐ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  হামরকোনা এলাকায় মাদক মামলার পলাতক এক আসামি অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান আলায়। অভিযানে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইছমত আলীকে (৫৩) গ্রেফতার করে শেরপুর ফাঁড়ি পুলিশের আভিযানিক দল।

আটক ইছমত আলী (৫৩) মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফ ওরফে মনা মিয়ার ছেলে। 

শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত চন্দ্র দাস এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলার ৩ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। 

তিনি আরও জানান- গ্রেফতার এড়াতে আসামি ইসমত আলী দীর্ঘদিন ধরে আত্মগোপন করেছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়