Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ৮ আগস্ট ২০২২
আপডেট: ১৭:৫২, ৮ আগস্ট ২০২২

মৌলভীবাজারে যুবলীগের প্রতিবাদ মিছিল

দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র, বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, উস্কানী ও ধ্বংসাত্নক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।

রবিবার (৭ আগস্ট) বিকেলে শহরের চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শহর প্রধান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে অংশগ্রহণ করেন- জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ সভাপতি বিকাশ ভৌমিক ও মহিউদ্দীন চৌধুরী ফহিম, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক ও পান্না দত্ত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যিশু, কয়ছর আহমদ প্রমুখ।

এছাড়াও মিছিলে অংশ নেন জেলা, উপজেলা ও পৌর যুবলীগ নেতৃবৃন্দরা।

আইনিউজ/এইচকে/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বাঁশে তেল-শরীরেও তেল, অদ্ভুত খেলা, কিভাবে পার হলো যুবক | Eye News

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

গায়ে তেল মেখে কিভাবে তৈলাক্ত কলাগাছের মাথায় উঠছে তারা | Eye News

কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা? Wildlife | Lawachora| Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়