Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২৫ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে সিপিএএম সিজন ১১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

সিপিএএম ক্রিকেট  টুর্নামেন্ট সিজন ১১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান।

সিপিএএম ক্রিকেট  টুর্নামেন্ট সিজন ১১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান।

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী এবং স্থানীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর সিপিএএম ক্রিকেট  টুর্নামেন্ট সিজন ১১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের ভৈরববাজারে অবস্থিত টি ভিলা লাক্সারি রিসোর্টে প্লেয়ার ড্রাফটের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চচালনা করেন এম সৌদ আল সুফিয়ান সাগর ও রেজওয়ান রহমান। 

প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে সিপিএএমের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি জনাব মিছবাহুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক জনাব বদরুল আলম, মৌলভীবাজার জেলায় ক্রিড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক সিপিএমের উপদেষ্টা মাহবুব ইজদানী ইমরান, বিএসএ সভাপতি, সিপিএমের উপদেষ্টা আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা  ক্রিকেট কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলার প্যানেল মেয়র সিপিএএমের উপদেষ্টা নাহিদ আহমেদ, সিপিএম এর উপদেষ্টা রাসেল আহমদ জেলা কোচ ও সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডিং কোচ, বিলাস এর স্বত্বাধীকারী সুয়াদ আহমদ, সুহাগ ড্রিমজের পরিচালক শেফুল আহমদ (সাবেক ইউপি চেয়ারম্যান),সিপিএম এস সাবেক সভাপতি শাহারিয়ার মোস্তফা তামিম, সিপিএএমের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী আবেদ, সদস্য সচিব হানিফ খান নিয়াজ প্রমুখ।

সিপিএএম ক্রিকেট  টুর্নামেন্ট সিজন ১১-তে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এবছর টুর্নামেন্টটির  স্পনসর পার্টনার সোহাগ ড্রির্মস, টুর্ণামেন্ট পাওয়ার্ড বাই ক্রিকেটার্স মৌলভীবাজার লন্ডন (সি এম এল), প্লেয়ার ড্রাফট স্পন্সর বাই বিলাস এবং টি ভিলা লাক্সারি রিসোর্ট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়