Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৬ জুন ২০২৪
আপডেট: ২০:৩১, ৬ জুন ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের বিনয় ভূষণ রায়

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি মাসে মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার।

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

মাসিক সভায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়