নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার কত?
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১৪ হাজার ৭৬৮ জন।
মৌলভীবাজা-১ আসনটি জাতীয় সংসদের ২৩৫ নং আসন। এই আসনটি ১৯৮৪ সালে জুড়ী এবং বড়লেখা উপজেলা নিয়ে গঠিত। ২০০৮ সালে সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারিরর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূণনির্ধারণ করে।
মৌলভীবাজার-১ আসনের বর্তমান সাংসদ আওয়ামীলীগ নেতা পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী মো. শাহাবুদ্দিন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন।
মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ী) একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। দুইটি উপজেলা মিলিয়ে এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৭৬৮টি। এর মধ্যে বেশি ভোটার একটি পৌরসভা ও ১০টি ইউপি নিয়ে গঠিত বড়লেখা উপজেলায়। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১০৪টি। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৬৪টি।
জুড়ী উপজেলায় পুরুষ ভোটার আছেন ৫৯ হাজার ৭০৬ জন এবং নারী ভোটার আছেন ৫৫ হাজার ৯৫৮ জন। বড়লেখা উপজেলায় পুরুষ ভোটার আছেন ৯৯ হাজার ৭৫৯ জন এবং নারী ভোটার আছেন ৯৯ হাজার ৩৪৫ জন।
জুড়ী উপজেলায় মোট স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৪৪টি। বড়লেখা উপজেলায় এর সংখ্যা বেশি। এখানে স্থায়ী ভোটকেন্দ্র আছে ৬৮টি।
মৌলভীবাজার-১ আসনে প্রার্থী যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে কাগজপত্রে ত্রুটির কারনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’