Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

ইয়ানূর রহমান 

প্রকাশিত: ১১:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪

যশোরে সন্ধ্যারাতে কুপিয়ে যুবক হ ত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে সন্ধ্যারাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জুম্মান (২৫) নামে এক যুবককে হ ত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭ টা শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ হ ত্যা র ঘটনা ঘটে। 

জুম্মান শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। নিহত জুম্মানের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ ডজন খানেক মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় একদল অস্ত্রধারী যুবক জুম্মানের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কু পি য়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

পূর্ব শত্রুতার জের হিসেবে এ হ ত্যা র ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে তারা মাঠে নেমেছেন। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়