Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১১ নভেম্বর ২০২৩

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বিশাল র‍্যা লী

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের র‍্যালী। ছবি- আই নিউজ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের র‍্যালী। ছবি- আই নিউজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে এক বিশাল র‍্যালী ও কেক কাটা হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় শহরে একটি র‍্যালী বের হয়। এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যা লিটি কোর্ট রোড, চোমোহনা চত্বর, সেন্ট্রাল রোড, সিকন্দর আলী রোড ও সৈয়দ মুজতবা আলী রোড হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। 

সেখানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছাবহুর রহমান, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন্ করেন। 

এতে জেলা যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মবশ্বির আহমদ, মুজিবুর রহমান, পান্না দত্ত, মহিউদ্দিন চৌধুরী ফহিম, সন্দীপ দাস, শেখ রুমেল আহমদ ও অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রাজীব, হোসেন ওয়াহিদ সৈকত ও আব্দুল আজিজ, সদস্য মো. তাজুল ইসলাম প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়