রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী হচ্ছে ১৮ এপ্রিল
মৌলভীবাজারের রাজনগরে শুরু হচ্ছে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আগামী ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজনগর পানি উন্নয়ন বোর্ড মাঠে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন আয়োজনকরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
আয়োজকরা জানান, মূলত মানুষকে প্রাণিসম্পদ পালনে উদ্বুদ্ধ করতে ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতি বছর এমন প্রদর্শনী মেলার আয়োজন করে।
অনেকে উৎসাহিত হয়ে পশুপাখি পালন ও খামার গড়ে তুলেন। নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়। সেই আলোকে রাজনগরেও আয়োজন করা হচ্ছে এ প্রদর্শনীর। প্রদর্শনীতে দেখানো হবে উপজেলার বিভিন্ন সফল খামারী ও পশুপাখি পালনকারীদের গবাধিপশু, পাখি, সুষম পশুখাদ্য, আধুনিক নানা প্রযুক্তি।
প্রদর্শনীকে প্রাণবন্ত ও সফল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমাকে আহবায়ক ও রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালকে সদস্য সচিব করে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, খামারি নেতৃবৃন্দ ও এনজিও সংস্থাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
সদস্য সচিব নিবাস চন্দ্র পাল জানান, প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোলট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৫০টি স্টল অংশগ্রহণ করবে। তিনি আরও জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নতজাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’