Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১১:২৫, ৩১ জুলাই ২০২২

রেকর্ড অষ্টমবার কোপার শিরোপা ঘরে তোললো ব্রাজিল

হাড্ডাহাড্ডি লড়াইর খেলায় কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল

হাড্ডাহাড্ডি লড়াইর খেলায় কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল

নারী কোপা আমেরিকা ফুটবলের সবকয়টি আসরেই ব্রাজিলের নারী ফুটবল দলের আধিপত্য সর্বত্র। ব্রাজিল নারী দলের প্রতিপক্ষে সব দলই নাকানিচুবানি খায়। সেই ব্রাজিল রেকর্ড অষ্টমবারের মতো কোপা আমেরিকার কাপ নিজেদের ঘরে তোলেছে। হাড্ডাহাড্ডি লড়াইর খেলায় কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলের নারী ফুটবল দল।

রোববার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে খেলার ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের জয়সূচক গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

ব্রাজিল বিজয়ী হলেও কলাম্বিয়াও খেলেছে দেখার মতো খেলা। ব্রাজিলের চেয়ে গোলপোস্টের দিকে শট দিয়েছে বেশি কলাম্বিয়াই। তবে শেষ শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে শেষ রক্ষা আর হয়নি। ফলে হারতে হয়েছে স্বাগতিকদের।

১৯৯১ সাল থেকে শুরু কোপা ফেমেনিনার নয় আসরে সব কটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় ২০০৬ বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়