Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:০৯, ৪ ডিসেম্বর ২০২৪

শাবিতে আন্ত:বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাবিপ্রবি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

শাবিপ্রবি আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে।

খেলাধুলার নিয়ম শৃঙ্খলা মেনে খেলার চেষ্টা করবে। এখানে ভালো পারফর্মেন্স করে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে আনবে সেই প্রত্যাশা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সওদ বিন আম্বিয়াসহ বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর ও শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও ফুরফুরে রাখে।

এছাড়া খেলাধুলার ফলে নিজেদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, খেলাধুলার নিয়ম শৃঙ্খলা মেনে খেলার চেষ্টা করবে। এখানে ভালো পারফর্মেন্স করে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে আনবে সেই প্রত্যাশা।

উদ্বোধনী পর্বে মুখোমুখি হচ্ছে ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়