শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন
শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি। ছবি- আই নিউজ
‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষাভবন সি'এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের চেতনা ৭১, ইউসি সেন্টার, গোলচত্বর ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘প্রতিটা বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়, এজন্য আমাদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গবেষণায় দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জন করছে।’
উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘পরিসংখ্যান একটি ব্যবহারিক বিষয়। ব্যবহারিক পড়াশোনা হওয়ায় এই বিভাগের শিক্ষার্থীরা বেকার থাকে না। এজন্য শিক্ষার্থীদের তথ্যবহুল ও বাস্তবভিত্তিক কাজ করতে হবে। আমাদের প্রতিপাদ্য হোক পরিসংখ্যান শিখবো এবং সত্য তথ্য ব্যবহার করবো।’
কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘সর্বক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অবগত। আশা করি আজকের এই আয়োজন শিক্ষার্থীদের পরিসংখ্যান নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলবে।’
সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভাগটির অধ্যাপক ড অহিদ উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তাজউদ্দীন।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩