রুপম আচার্য্য, প্রতিনিধি
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত
রাজস্থানি লোকনৃত্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন কলকাতার নৃত্যশিল্পী সুমন মন্ডল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নৃত্যালয়’ এর ১৬ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয়দিন (শনিবার) মঞ্চে ‘মাথায় আগুন’ রাজস্থানি লোকনৃত্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন কলকাতার নৃত্যশিল্পী সুমন মন্ডল।
এছাড়াও ভারত ও নেপাল থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পীরা তাঁদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।
শনিবার (০২ মার্চ) রাতে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ নৃত্য উৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালের ৫০টি নৃত্যের দল অংশ নেয়। শনিবার (০২মার্চ) রাতে নৃত্য উৎসব শেষ হয়।
অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। এক কথায় কানায় কানায় পূর্ণ ছিলো গ্যালারী। দর্শকরা বেশ উপভোগ করছিলেন পুরো অনুষ্ঠান। দুই দেশের শিল্পীদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী সুমন মন্ডলের রাজস্থানি লোকনৃত্য ঘুমর মাথায় আগুন নিয়ে ও ময়ূরের নৃত্য মঞ্চে এক অন্য আবহ সৃষ্টি করে। সাথে ছিলেন সুরনিলয় সঙ্গীতায়তন কর্ণধার দেবস্মিতা ব্যানার্জী। তাছাড়া কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী বিট্টু মন্ডলের পরিবেশনা ছিলো চমৎকার। অন্যদিকে শ্রীমঙ্গল নৃত্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরাও বাদ যায়নি। সকল অভিভাবকদের সমন্বয়ে এক বিশাল নাচ পরিবেশন করা হয়। এদিকে মৌলভীবাজারের ‘নটরাজ’ নৃত্য সংগঠনের শিল্পীদের পরিবেশনা বেশ সুন্দর ছিলো। দর্শকরা বেশ উপভোগ করছিলেন। অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গলের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক বন্দনা দাস বলেন, ‘দ্বীপ দত্ত আকাশ দাদার পরিচালনায় বাংলাদেশ ভারত এবং নেপালসহ প্রায় ৫০টি নৃত্য দলের সাথে আমার ছোট্ট একটি দল ‘নটরাজ’ এর কাজ করার সৌভাগ্য হয়েছে। নিঃসন্দেহে প্রত্যেকটা নৃত্যশিল্পীর জন্য এই ধরনের একটা মঞ্চ স্বপ্নের মতো। আমরা যারা নাচ ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, শিখাতে ভালোবাসি তাদের জন্য সত্যিই এটি বছরের অন্যতম একটি উৎসব। এ উৎসব আমাদের প্রাণের উৎসব। আমাদের নৃত্য জগতের প্রতিটি নক্ষত্রের সাথে দেখা হওয়ার মতন এতো সুবর্ণ সময় আর দ্বিতীয়টি নেই। এই উৎসব বারংবার হোক। আমরা সকলে মেতে উঠি আমাদের প্রাণের মেলায়। নৃত্যের জয় হোক।’
শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ বলেন, ‘এরকম ইন্টারন্যাশনাল অনুষ্ঠান আয়োজন করা খুব কঠিন। তবুও চায়ের দেশে এরকম কিছু করার সাহস করি দর্শকদের ভালোবাসার কারণে। পাশে সবসময় শ্রীমঙ্গলের অভিভাবকরা থাকেন। বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারতের এতগুলো দল নৃত্য পরিবেশন করেছে, সত্যি তা অপূর্ব পরিবেশনা ছিল।
আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার সাথে সর্বক্ষণ পরিশ্রম করেছেন নাজমুল হাসান নৃত্যালয়ের প্রশিক্ষক এবং বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি।’
নৃত্যালয় পরিচালক দ্বীপ দত্ত আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক লুবনা মরিয়ম, কলকাতার কথক নৃত্য গুরু তাপস দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাপড়ি, নৃত্যশিল্পী সোহেল রহমান, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহেবুবা মেহেরুন চাদঁনী, নৃত্যশিল্পী লাবণ্য সুলতানা প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’