শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:৩২, ৬ মে ২০২৪
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়ন স্থগিত
![শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া।](https://www.eyenews.news/media/imgAll/2024April/askir-mia-srimongol-news-2405051954.jpg)
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত রেখেছে জেলা রিটার্নিং কার্যালয়। কাগজপত্রে ত্রুটি থাকায় আছকির মিয়ার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
রোববার (০৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।
তিনি বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী আছকির মিয়ার কাগজপত্র সংক্রান্ত ত্রুটি থাকায় আপাতত স্থগিত করে রাখা হয়েছে। এখন আমরা সময় দিয়েছি। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় চেয়ারম্যান পদে প্রার্থী প্রেম সাগর হাজরা, আফজাল হক ও আছকির মিয়া এই তিন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা রয়েছে। আছকির মিয়া মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয় স্থগিত হয়।
উল্লেখ্য, আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলার পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’