Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১৪, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:২০, ২৫ অক্টোবর ২০২১

‘শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি’ (ভিডিও)

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ বলেছেন, বিগত ১২-১৩ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শ্রীমঙ্গল পৌরসভা হলের নামকরণ হয় বিএনপি নেতার নামে, যারা এর সাথে যুক্ত এরা মুনাফিক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক সমর্থনে রোববার (২৪ অক্টোবর) বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্ধু কুমার দেব, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ। 

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুল আনাম চৌধুরী।

দলীয় মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিতে সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং ভোটারদের দ্বারে দ্বারে যেতে নির্দেশনা দেন প্রধান অতিথি নেছার আহমদ এমপি।

দীর্ঘ ১০ বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। যা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে ছিল। এর আগে ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল  পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৯৪ জন। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। যাচাই বাছাই ৪ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্ধ হবে ১২ নভেম্বর।

ভিডিও-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়