Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল)

প্রকাশিত: ১৫:০৮, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:২৭, ২১ ডিসেম্বর ২০২৩

দ্বারেদ্বারে নৌকা মার্কায় ভোট চাইছেন রাশেদ খান মেনন 

বানারীপাড়া পৌর শহরে গণসংযোগে রাশেদ খান মেনন। ছবি- আই নিউজ

বানারীপাড়া পৌর শহরে গণসংযোগে রাশেদ খান মেনন। ছবি- আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন। প্রতীক বরাদ্দের পর থেকে জোর প্রচারণা চালাচ্ছেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। ধারাবাহিকভাবে করে যাচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার ও উত্তরপাড় বাজার এবং দুপুরে বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি খেয়াঘাট ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে চলমাণ উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মল্লিক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক অধ্যাপক এমাম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ওসমান গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আশরাফী, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরুখ তমাল, সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান, যুবলীগ নেতা রুম্মন, কামাল মোল্লা, মাসুম বিল্লাহ্, মো. রাসেল,বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। 

ওইদিন বিকালে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের সমর্থনে ইলুহার ও উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন। উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

নির্বাচন প্রসঙ্গে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি বলেন, ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনা,স্বতঃস্ফুর্ততা ও উত্তাপ তত বাড়ছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে দেশের অভূতপূর্ব উন্নয়ন-অগ্রযাত্রার সুফলভোগী আপামর মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকাকেই বেছে নেবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়