নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:১০, ৩ মার্চ ২০২৪
সমস্যা শুনতে জনগণের দ্বারে সংসদ সদস্য নাদেল
উন্মুক্ত মতবিনিময় সভায় নাগরিকদের সাথে কথা বলছেন শফিউল আলম চৌধুরী নাদেল এমপি । ছবি- আই নিউজ
পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ। স্বয়ং সদস্য মানুষের সমস্যা আর দাবির কথা শুনতে এলাকায় আসবেন। জীবনে প্রথমে এমনটা দেখছেন জানালেন স্থানীয় মুরুব্বিরা। অনুষ্ঠান শুরুর আগে ইউনিয়ন পরিষদের সামনে চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন নানা বয়সী লোকজন। এরমধ্যে আছেন বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ও যুবকরা।
এলাকার সমস্যা নিয়ে জনগণকে আমাদের কাছে যেতে হবে না। আমরাই মানুষের কাছে তাদের দ্বারে দ্বারে যাবো। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে যাবে। তাঁদের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা শুনবো। -শফিউল আলম চৌধুরী নাদেল এমপি
এসেছেন তরুণ ও কিশোরেরা। এলাকার আছিদ উল্যা বলেন- বয়স ৭০ পার হয়ে গেছে। কোনোদিন কোনো এমপি আমাদের ইউনিয়নে এসে এভাবে মানুষের কথা শুনেন নি। আমাদের নতুন এমপি সাব নির্বাচিত হয়েই আমাদের মাঝে চলে এসেছেন। আমরা খবু ভাগ্যবান। নিশ্চয় এলাকায় উন্নয়ন হবে।
কোন এলাকায় কার কী সমস্যা, কী দাবি, কী উন্নয়ন করতে হবে- এসব বিষয় জানতে ও শুনতে জনগণের দ্বারে যান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, থানার ওসি, শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ গুরুত্ব সব দফতরের কর্মকর্তারা।
শনিবার (০২ মার্চ) কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। এলাকার সমস্যা সমাধান ও সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেন।
সভায় শরিফপুর ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, রাস্তা, মাদক, গরু চুরিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। প্রতিটি বিষয় নোট করে নিয়ে যান সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্ব-স্ব দফতরের কর্মকর্তারা জনগণের উত্থাপিত প্রতিটি বিষয়ের উত্তর দেন। সবগুলো বিষয় সমাধান করা হবে বলে জানান।
সভায় উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শফিউল আলম চৌধুরী নাদেল এমপি সাংবাদিকদের বলেন- এলাকার সমস্যা নিয়ে জনগণকে আমাদের কাছে যেতে হবে না। আমরাই মানুষের কাছে তাদের দ্বারে দ্বারে যাবো। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে যাবে। তাঁদের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা শুনবো। এক বছরেই যে সব কাজ করে দেওয়া সম্ভব হবে, তা নয়। যেগুলো যত দ্রুত সম্ভব সেটা বাস্তবায়ন করতে চাই। আমরা মানুষের জন্য, এলাকার জন্য কাজ করতে চাই। সকল উন্নয়ন সম্ভাবনাকে সামনে নিয়ে আমরা নিরন্তর কাজ করে যাবো।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’