আই নিউজ প্রতিবেদক
সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য
সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হলেন যারা।
সমাপ্ত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে বেরিয়ে আসছে সারাদেশের বিভিন্ন আসনে জয়ী প্রার্থীদের নাম। সিলেট জেলার ছয়টি আসনে এরিমধ্যে পাওয়া গেছে দ্বাদশ জাতীয় সংসদে বিজয়ী সংসদ সদস্যদের তালিকা। সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য যারা তাদের মধ্যে আবারও এমপি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন সিলেটে এবারের আলোচিত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জানানো হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-
সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য যারা হলেন তাঁদের মধ্যে এ নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন সিলেট-৫ আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তিনি স্বতন্ত্রে থেকেও নৌকার প্রার্থীকে হারিয়ে এ আসনে সাংসদ নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় রাজনীতির মাঠে।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী এবং সিলেট-৬ আসনে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য যারা যত ভোট পেলেন
সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৬৩ ভোট। সিলেট-২ আসনে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীগের শফিকুর রহমান চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৫৬ ভোট।
সিলেট-৩ আসনে ৭৯ হাজার ৬৭১ ভোট পেয়েছেন বিজয়ী হাবিবুর রহমান হাবিব। তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮৩৬ ভোট। সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তাঁর প্রতিপক্ষ তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।
সিলেট-৫ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ৪৭ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট।
সিলেট-৬ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮টি ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে অন্তত ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
সিলেট জেলার ৬টি আসনে বিজয়ী সংসদ সদস্য যারা হলেন তাঁদের মধ্যে এ নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন সিলেট-৫ আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তিনি স্বতন্ত্রে থেকেও নৌকার প্রার্থীকে হারিয়ে এ আসনে সাংসদ নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় রাজনীতির মাঠে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’