সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সমর্থকদের মা-রা-মা-রিতে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া ও সং ঘ র্ষে র ঘটনায় ওই কেন্দ্রে ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পরিস্থিতি শান্ত করলে আবার ভোট গ্রহণ শুরু হয়।
বুধবার (০৮ মে) সকাল ১০টার দিকে শাল্লা উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে কেন্দ্রে ঢুকে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী নেতা অবনি মোহন দাসের সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা গণেন্দ্র চন্দ্র সরকারের এক সমর্থক কেন্দ্রে একাধিকবার ঢুকে জাল ভোট দিয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা সজীব হাওলাদার তখন বিষয়টি দেখছেন বলে তাদের জানান। এরপর অভিযোগকারীরা কেন্দ্র থেকে বের হলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের কারণে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন।
প্রিসাইডিং কর্মকর্তা সজীব হাওলাদার বলেন, কেন্দ্রের ভেতরে নয়, বাইরে ঝামেলা হয়েছে। এ কারণে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, সামান্য সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
সুনামগঞ্জে প্রথম ধাপে বুধবার শাল্লা ও দিরাই উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দুই উপজেলায় ১১১টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৭৬টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ২৮টি।
জেলার ভাটির এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দিরাই উপজেলায় ৫ ও শাল্লা উপজেলায় ৪ জন আছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’