আন্তর্জাতিক ডেস্ক
সোমালি জলদস্যুদের জাহাজ আটকে দিল ভারতীয় নৌবাহিনী
ছবি- সংগৃহীত
ভারত মহাসাগরে বাংলাদেশের একটি জাহাজ জিম্মি হওয়ার জের ধরে দস্যুবৃত্তিতে ব্যবহার করা সোমালি জলদস্যুদের একটি জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। সোমালিয়ার জলদস্যুরা ওই যুদ্ধজাহাজে গুলি ছুড়েছে।
আজ শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর মাল্টার এমভি রুয়েন নামক একটি জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। এর পর থেকে এই জাহাজটি তারা দস্যুতায় ব্যবহার করে আসছে।
ভারতীয় নৌবাহিনী বলেছে, গতকাল শুক্রবার (১৫ মার্চ) ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এমভি রুয়েন নামক জলদস্যুদের জাহাজটি আটকে দেয়। জাহাজটি থেকে জলদস্যুরা যুদ্ধজাহাজে গুলি চালায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, জলদস্যুদের নিষ্ক্রিয় করতে এবং আত্মরক্ষায় যতটুকু শক্তি ব্যবহার করা যায় ততটুকু করছে ভারতীয় যুদ্ধজাহাজ।
এমভি রুয়েনে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। যে সকল বেসামরিক নাগরিককে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে তাদের মুক্ত করতে চাপ সৃষ্টি করা হচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এমভি রুয়েন ব্যবহার করে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বৃহস্পতিবার বলেছে, সোমালি জলদস্যুরা ডিসেম্বরে এমভি রুয়েন জাহাজটি ছিনতাই করে। এমভি রুয়েন ছিনতাইয়ের আগে কয়েক বছর অর্থাৎ ২০১৭ সালের পর ছিনতাইয়ে বড় কোনো সাফল্য পায়নি সোমালি জলদস্যুরা। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, সোমালি জলদস্যুরা গত ডিসেম্বর থেকে অন্তত ১৭ বার বিভিন্ন জাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে বলে রেকর্ড আছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু