আই নিউজ ডেস্ক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের জসিম মিয়া নি হ ত
দুর্ঘটনায় নি হ ত জসিম মিয়া। ছবি- সংগৃহীত
সৌদি আরবে মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক প্রবাসী যুবক নি হ ত হয়েছেন বলে জানা গেছে। নি হ ত জসিম মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জসিম মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী। জসিম মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম মিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর হয় তার।
নিহতের চাচা পাইকপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুক মিয়া তালুকদার জানান, গত ৬ মাস আগে জসিম মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করতেন তিনি।
পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী জানান, প্রবাসী জসিম মিয়া ইউপি সদস্য মো. মাসুক মিয়া তালুকদারের ভাতিজা। পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেবেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি