Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

সৌদি আরবে একদিনে ৭ জনের শি র চ্ছে দ 

সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকা। ছবি- সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকা। ছবি- সংগৃহীত

ইসলামী শরীয়া আইনের দেশ সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃ*ত্যুদণ্ড কার্যকর হয়েছে। মার্কিং সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরের বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সাতজনের মৃ*ত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবে ২০২২ সালের পর এটাই একদিনে সর্বোচ্চ মৃ*ত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এর আগের রেকর্ডটি ছিল ৮১ জনের শিরশ্ছেদ, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল।

উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সৌদি প্রেস এজেন্সি বলেছে, ‘সন্ত্রাসী সংগঠন তৈরি ও এতে অর্থায়ন করার দায়ে ওই সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।’

মৃ*ত্যুদণ্ডপ্রাপ্তদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে প্রকাশিত নাম-পদবি থেকে ধারণা করা হচ্ছে, তারা সবাই সৌদি আরবেরই নাগরিক।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বে সবচেয়ে বেশি মৃ*ত্যুদণ্ড দেয়া হয় সৌদি আরবে। গত বছর ১৭০ জনের শি*রশ্ছেদসহ মৃ*ত্যুদণ্ড কার্যকর করা হয়। চলতি বছরে দুই মাসেরও কম সময়ের মধ্যে এ পর্যন্ত সংখ্যাটি দাঁড়িয়েছে ২৯ জন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০২২ সালে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি মৃ*ত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, চীন ও ইরান।

গত বছর সৌদিতে যাদের মৃ*ত্যুদণ্ড দেয়া হয়েছিল তাদের মধ্যে সন্ত্রাস-সম্পর্কিত অপরাধে অভিযুক্ত ৩৩ জন এবং রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত দুই সেনা সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়