Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ৩ আগস্ট ২০২২

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৭ জন হাসপাতালে

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় আরও ৭৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে বর্তমানে ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে ২৪ ঘণ্টায় আর কোনো রোগী মারা যায়নি।

আজ বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন ৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৫৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে ১৮ জন।

এডিস মশাবাহিত এই রোগে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি ৩৩৩ রোগীর মধ্যে ঢাকায় ২৫৮ জন আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন।

ডেঙ্গু রোগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৩ আগস্ট পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার দুজনের মৃত্যুর কথা জানা যায় ডেঙ্গবিষয়ক প্রতিবেদনে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়