Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৫:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এমন তাই জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণা দেওয়া হয়েছে রবিবার দুপুরে।

বাংলাদেশের মানুষের কাছে স্বপ্নের একটি প্ল্যাটফর্ম আছে বিসিএস ক্যাডার। যারা পড়াশোনা করেন তাদের জীবনে প্রত্যেকের স্বপ্ন থাকে বড় হয়ে একজন বিসিএস ক্যাডার হবেন। এর মাধ্যমে দেশের মানুষের সেবা করা যায় সরাসরি এবং অন্যদিকে সরকারি চাকরির সুযোগ। একজন বিসিএস ক্যাডারের মাধ্যমে একজন ব্যক্তি পুলিশ সুপার, জজ এবং উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারেন সরাসরি। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এই বিসিএস ক্যাডারে। প্রতিবছর এখানে বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তার প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে বিসিএস পরীক্ষা।

তবে এবারের বিসিএস পরীক্ষা ৪৬তম সার্কুলার। এবারের পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ৩০ নভেম্বর। তবে আবেদন প্রক্রিয়া শুরু হয় ১০ ডিসেম্বর থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ হয় ৩০ ডিসেম্বর পর্যন্ত। চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়েছে।

চাকরিপ্রার্থীরা আবেদন করার পর যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হচ্ছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয় সম্পর্কে। পূর্বে বলা হয়েছিল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে কিন্তু অবশেষে আজকে অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হয় এই পরীক্ষায় অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। এবারের তম বিসিএসে সকল ক্যাটাগরি থেকে সর্বমোট ৩১৪০ জন প্রার্থীদেরকে নিয়োগ দিবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়