Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৩, ২ ডিসেম্বর ২০২৩

৫০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থী পেল মহসীন ফাউন্ডেশন বৃত্তি

শিক্ষার্থীদের মাঝে বৃত্তির উপহার তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান। ছবি- আই নিউজ

শিক্ষার্থীদের মাঝে বৃত্তির উপহার তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নে ৫০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে মহসীন ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর ২০২৩) ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মহসীন আলীর নিজ বাড়ি জেলার রায়শ্রী এলাকায়  মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান । অনুষ্ঠান পরিচালনা করেন রায়শ্রী গ্রামের মেম্বার ও সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ রুমেন আলী।


বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক কামরুল হাসান ফাত্তাহ, মৌলভীবাজার সরকারী কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শক্তি পদ পাল।

এসময় গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, যুবনেতা সৈয়দ নাজমুল রহমান, কাশীনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক লক্ষী কান্ত দেব, সৈয়দ অছিব আলী, সাবেক মেম্বার সৈয়দ মুজিবুর রহমান সেতু মিয়া প্রমুখ। 

বক্তারা ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনা মনযোগ দেবার পরামর্শ দেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, এই শিক্ষা বৃত্তি কার্যক্রম বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই অব্যাহত থাকবে। এ ছাড়াও, তিনি গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার আশা ব্যক্ত করেন। 

এসময় ৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান স্কুল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়