Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ০৬:১৯, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ০৬:২৫, ২৭ এপ্রিল ২০১৯

ঝড়-তুফানের সময় যে সব সতর্কতা অবলম্বন করা জরুরি

 ফিচার ডেস্ক: শুরু হয়ে গেছে ঝড়-তুফান। নিয়মিত ঘটছে প্রাণহানী । ঝড়ের কবলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। তাই কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ সতর্কতা অবলম্বন করলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। আসুন জেনে নেই ঝড়-তুফানের সময় করণীয় সম্পর্কে- ১. সংকীর্ণ স্থানে দাঁড়াতে পারেন; সেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে। ২. পুরনো দালান বা দেয়াল সর্বদাই এড়িয়ে চলুন। ৩. ঝড়ের সময় গাড়ি চালাতে হলে সতর্কতা অবলম্বন করুন। ৪. নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন। ৫. ধুলা-বালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন।৬. মজবুত দেয়াল পেলে তার আড়ালে লুকানোর চেষ্টা করুন। ৭. রাস্তায় থাকলে লুকানোর জায়গা না পেলে ঝড়ের দিকে মুখ করে ঝুঁকে পড়ুন। ৮. সম্ভব হলে চশমা বা মাস্ক পরতে পারেন। ৯. কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন, যাতে ভেঙে গেলে ঘরে ছড়িয়ে না পড়ে। strom-in ১০. বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন। ১১. বাড়ির ইলেক্ট্রিক সংযোগ বন্ধ করে দিন, প্রয়োজনে মেইন সুইচ বন্ধ রাখুন। ১২. এ সময়ে মোবাইল ফোন চার্জ দিবেন না। ১৩. ঘরের বাইরে বের হবেন না। ১৪. বাচ্চাদের প্রতি নজর রাখুন। ১৫. ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, জল, ওষুধ রাখবেন। ১৬. অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন। ১৭. মোমবাতি বা ব্যাটারি চালিত কোন আলো হাতের কাছে রাখুন।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়