Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ১১:২১, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:৩৮, ২৭ মে ২০১৯

মৌলভীবাজারে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

আইনিউজ ডেস্ক: মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্যবিক্রিয়ের কারণে মৌলভীবাজারের ৫ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৬৮,৫০০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। বৃহস্পতিবার (২৭ মে) বিকেল পর্যন্ত অভিযানে শহরের চৌমূহনায় ডিপার্টমেন্ট স্টোর, সুপার ড্রাগ ও ট্রেডিশন। সেন্ট্রালরোডে ঈশিকা ফেব্রিকস, আনন্দ বাজার স্টোর ও হীরামনি জুয়েলার্সকে পণ্যসামগ্রী মোড়কজাত নীতিমাল ২০০৭ আইনে বিভিন্ন পরিমাণের জরিমানা প্রদান করে। এরমধ্যে সুপার ড্রা কে ৩০ হাজার টাকা এবং ট্রেডিশনতে ৩০ হাজার টাকা, ঈশিকা ফেব্রিকসকে ৪ হাজার টাকা, এম সাইফুর রহমান রোডে অবস্থিত আনন্দ বাজার ষ্টোরকে ৩ হাজার টাকা, হিরা মণি জুয়েলার্সকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৬৮ হাজার ৫ শত টাকা জরিমানা করে জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন জানান, দেশী পণ্য বিদেশী বলে চালানো এবং ইচ্ছেমত মূল্য নির্ধারণ করে প্রতারণা করা হচ্ছিলো। এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়