Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:৩১, ২৯ এপ্রিল ২০১৯

কথিত বন্দুকযুদ্ধে নিহত ধর্ষণ মামলার আসামি

চট্টগ্রাম: চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ধর্ষণ মামলার আসামি এক কোচিং শিক্ষক। আজ সোমবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এই নিহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৬)। গত ১২ এপ্রিল নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লোহাগড়া থানায় করা মামলার আসামি নিহত সাইফুল ইসলাম (২৬)। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাশকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে সাইফুল ইসলামকে ধরার জন্য অভিযান চালায় র‌্যাব-৭। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলসহ তার সহযোগীরা র‌্যাব সদস্যসের উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন সাইফুল ইসলাম (২৬)। পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ২৪টি গুলি জব্দ করা হয়েছে বলে জানান মাশকুর রহমান।  ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইফুল ইসলাম (২৬) আমিরাবাদের ঘোনাপাড়া এলাকায় ‘সৃজনশীল’ নামে একটি কোচিং সেন্টার চালাতেন। উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে সাইফুল ইসলাম (২৬)।  গত ১২ এপ্রিল ওই কোচিং সেন্টারের নবম শ্রেণির এক ছাত্রীর বাসায় গিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগে লোহাগড়া থানায় মামলা হয় সাইফুলের বিরুদ্ধে।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়