প্রকাশিত: ০৭:২৮, ১০ জুলাই ২০১৯
আপডেট: ০৭:৩০, ১০ জুলাই ২০১৯
আপডেট: ০৭:৩০, ১০ জুলাই ২০১৯
নারীদের প্রেমের ফাঁদে ফেলে দলে নিচ্ছে জঙ্গিরা
আইনিউজ ডেস্কঃ র্যাব জানিয়েছে প্রেম অথবা বিয়ের ফাঁদে ফেলে নারী সদস্যদের দলে ভেড়াচ্ছে জঙ্গি সংগঠগুলো।
বরিশাল শহরের একটি মাদ্রাসা থেকে গত সোমবার (৮ জুলাই) রাতে এক নারী এবং মঙ্গলবার (৯ জুলাই) সকালে ঢাকার ডেমরা থেকে এক পুরুষকে গ্রেফতারের পর থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। র্যাব জানিয়েছে গ্রেফতার করা জান্নাতুল নাঈমা (২২) ও মোহাম্মদ আফজাল হোসেন (২৩) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
বরিশালের মাদ্রাসাটি থেকে উদ্ধার করা হয়েছে নাঈমার সঙ্গী এক তরুণীকে। নাঈমা ঐ তরুণীর সঙ্গে আফজালের প্রেমের সম্পর্ক গড়ে দিয়ে তাকে সংগঠনে ভেড়ান বলে দাবি করছে র্যাব।
উদ্ধার করা তরুণী চট্টগ্রামের একটি কলেজে বিবিএ পড়ছেন। তার নিখোঁজ হওয়ার খবর থেকেই অনুসন্ধানে নেমে বরিশাল থেকে তাকে উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. কামরুল ইসলাম র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জঙ্গিদের প্রেমের ফাঁদে ফেলার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের ওই তরুণীর সঙ্গে ফেইসবুকে নাঈমার পরিচয়। নাঈমার ফেইসবুক গ্রুপে থাকা বরিশালের সাইফ নামে একজনের সঙ্গেও পরিচয় হয় ওই তরুণীর। তখন নাঈমা ও ওই গ্রুপের অন্য সদস্যরা সাইফের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক তৈরি করে দেন।
“পরে ওই তরুণী সাইফকে বিয়ে করার জন্য ২৬ জুন চট্টগ্রাম থেকে বরিশাল চলে যান। তখন সাইফ ওই তরুণীকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে।”
ওই সময়ে চট্টগ্রামের ওই তরুণীকে জঙ্গিবাদে প্রলুব্ধ করা হয় বলে ওই তরুণী র্যাবকে জানিয়েছেন। সাইফও জঙ্গি সংগঠনটির সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানিয়েছে, নাঈমা চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি ফেইসবুক একটি গ্রুপ খুলে বিভিন্ন নারীকে আনসার আল ইসলাম যুক্ত করতে তৎপর। গ্রেপ্তার আফজাল আনসার আল ইসলামের ঢাকার একটি এলাকায় সংগঠক।
র্যাব কর্মকর্তারা বলেন, আফজাল সংগঠনে নারী সদস্যদের দলে অন্তর্ভুক্তিসহ তাদের মাধ্যমে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিল।
নাঈমার ফেইসবুক গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র্যাব।
এসডি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়