আপডেট: ১৫:৪৮, ২০ জুলাই ২০১৯
শ্রীমঙ্গলে নিখোঁজ শিশু কুমিল্লায় উদ্ধার
আইনিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ হওয়া শিশু শামসুল হুদা নাদিমকে কুমিল্লায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) বিকালে খেলার মাঠ থেকে নিখোঁজ হয় শিশু নাদিম। শ্রীমঙ্গল শহরের নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে নাদিম। সে উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে খেলার মাঠ থেকে নিখোঁজ হয় শিশু নাদিম। শ্রীমঙ্গল শহরের নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে নাদিম। সে উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নাদিমের পরিবার জানায়, শনিবার (২০ জুলাই) বিকাল ৫টার দিকে কুমিল্লা রেলস্টেশন থেকে নাদিম শ্রীমঙ্গলে তার মাকে ফোন করে এবং কুমিল্লায় তার অবস্থানের কথা জানায়। নাদিমের মা কুমিল্লায় অবস্থানরত তার আত্মীয়দের বাসায় যোগাযোগ করেন এবং তাদের রেলস্টেশনে যাওয়ার কথা বলেন। তারা নাদিমকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। বর্তমানে নাদিম কুমিল্লায় তার আত্মীয়দের বাসায় রয়েছে বলে নাদিমের মা জানান।
শুক্রবার বিকেল থেকেই নাদিমকে পাওয়া যাচ্ছিলো না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছিলো তাকে অপহরণ করা হয়েছে। সেই সন্দেহে রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরিও করেন নাদিমের বাবা ফরিদ মিয়া।এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের