প্রকাশিত: ১১:৩৮, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৪১, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১১:৪১, ২৫ এপ্রিল ২০১৯
জুতা ও মোবাইল দেখে মরদেহ শনাক্ত!
শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোবাইল এবং জুুতা দেখে সাতদিন ধরে নিখোঁজ বোরহান ব্যাপারীর লাশ সনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বারৈপাড়া এলাকার একটি ডোবা থেকে বোরহান বেপারীর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সাথে থাকা মোবাইল ফোন এবং জুতা দেখে মরদেহটি সনাক্ত করা হয়।
উপজেলার ঘড়িসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারৈপাড়া গ্রামের মৃত সামসুল হক বেপারীর ছেলে বোরহান বেপারী(৩০) । ঘড়িসার বাজারের একটি ওয়ার্কসপের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন বোরহান। গত জানুয়ারিতে বিয়ে করেছেন তিনি।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন মৃত বোরহান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে জানান তার পরিবারের সদস্যরা। বুধবার সকাল থেকে মরদেগহর পঁচা গন্ধ এলাকায় ছড়িয়ে পরে। কিন্তু গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজে পাচ্ছিলেন না এলাকাবাসী। পরে বৃহস্পতিবার সকালে গ্রামের মতি লাকরিয়ার একটি ডোবায় এলাকাবাসী মরহেদটি দেখতে পেয়ে নড়িয়া থানায় খবর দেয়। পুলিশ এসে বেলা সাড়ে ১১টার দিকে বোরহানের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাতদিনে বোরহানের দেহ গলে পঁচে যাওয়ায় সঠিকভাবে সনাক্ত করা যাচ্ছিলো না। মরদেহের সঙ্গে থাকা মোবাইল ও জুতা দেখে নিহতের পরিবার তাকে শনাক্ত করেছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়