আপডেট: ০৭:৪১, ২৬ জুলাই ২০১৯
নিয়মিত তিন খেলোয়াড় ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ
আইনিউজ ডেস্ক : আজ শুক্রবার (২৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের নিয়মিত একাদশের তিন খেলোয়াড় এই সিরিজে অনুপস্থিত। বিশ্বকাপে ব্যাটিংয়ে নেমে ইনজুরি পাওয়ায় সরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফি। তার অনুপস্থিতিতে ওয়ানডেতে প্রথম অধিনায়কের ভার সামলাবেন তামিম ইকবাল। এবছরের বিশ্বকাপ মাতানো অলরাউন্ডার সাকিব আল হাসান পবিত্র হজ পালনের জন্য আছেন ছুটিতে। আর নিজের বিয়ে উপলক্ষ্যে ছুটি নিয়েছেন লিটন দাস।
বাংলাদেশ দলের নিয়মিত একাদশের অনেকটা শক্তি বাদ দিয়েই নামতে হচ্ছে এই সিরিজে। বাকি খেলোয়াড়দের সামনে এক কঠিন পরীক্ষা, প্রমাণ করে দিতে হবে এই দল নিয়েও ম্যাচ জেতা যায়।
অন্যদিকে, শ্রীলঙ্কার কাছে সিরিজের অন্য ম্যাচগুলোর চেয়ে আজকের ম্যাচের গুরুত্ব আলাদা। কারণ এই ম্যাচ খেলার পরই বিদায় নিতে যাচ্ছেন তাদের দলের দীর্ঘদিনের সৈনিক লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান খেলোয়াড় এবং তাদের সমর্থক উভয়েরই আশা যেন মালিঙ্গার শেষ ম্যাচটা বিজয়ের হোক।
মালিঙ্গার বিদায়ের কারণেই আজকের ম্যাচটা শ্রীলঙ্কানদের কাছে কিছুটা উৎসবমূখর। কয়েকদিন আগে থেকেই এই ম্যাচের সব টিকেটও বিক্রি হয়ে গিয়েছিলো। তবে বর্তমান অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, শ্রীলঙ্কার এই উৎসবমুখর পরিবেশেও ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ।
তবে সামগ্রিক বিষয় পর্যালোচনা করে দেখলে সিরিজে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা। শ্রীলঙ্কার চেনা কন্ডিশনে সর্বশেষ সফরে সব ফরম্যাটের সিরিজ ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এছাড়াও, ঘনঘন কোচ বদল ছাড়াও শ্রীলঙ্কান একাদশে এসেছে অনেক পরিবর্তন। বিশ্বকাপেই শ্রীলঙ্কার এই বিপর্যস্ত অবস্থা লক্ষ্য করা গেছে। তাই এই সিরিজে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা কিছু কম নয়।
অন্যদিকে শ্রীলঙ্কার কোচ চণ্ডিকা হাতুরুসিংহে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই সিরিজটা নিয়ে তার মনে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। এই সিরিজের পরই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি আবার বাংলাদেশের কোচ হয়ে আসবেন এমন কথাও শোনা যাচ্ছে। ফলে তিনি আবেগের দোলাচালে আছেন পুরো সিরিজ জুড়েই।
প্রসঙ্গত, ২৮ ও ৩১ জুলাই এই সিরিজে আরও দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
এসডি/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের