আপডেট: ১২:০৬, ৯ জানুয়ারি ২০২০
ইরানের সঙ্গে যুদ্ধ নয়, শান্তি স্থাপনে আগ্রহী ট্রাম্প
বিশ্ব ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ নয়, শান্তি স্থাপনে আগ্রহী ট্রাম্প। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় হোয়াইট হাউজে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যদি পারমানবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় এবং, তার ভাষায়, সন্ত্রাসের পথ ত্যাগ করে, তাহলে শান্তি স্থাপনেও তিনি প্রস্তুত।
মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাসি যখন প্রবল উৎকণ্ঠায়, ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ভালো ভবিষ্যত আশা করে যুক্তরাষ্ট্র। আইএস জঙ্গিদের ধ্বংস দুদেশের জন্যই মঙ্গল বয়ে এনেছে। ইরানের শাসকদের বোধোদয় হলে, তাদের সঙ্গে পথ চলতে আপত্তি নেই তার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভোররাতে ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি, ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য।
হোয়াইট হাউজে সংক্ষিপ্ত এক বিবৃতি দেওয়ার সময় হামলার বদলা নেওয়ার কোনো হুমকি দেননি মি ট্রাম্প। এদিন প্রায় ২৫ মিনিট দেরিতে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেন মার্কিন প্রেসিডেন্ট। এসেই ট্রাম্প বলেন, যতদিন আমি প্রেসিডেন্ট থাকব ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না।’
এরপর বক্তৃতায় তিনি ইরানের ছোড়া মিসাইলের কথা উল্লেখ করে বলেন, ইরানি মিসাইল হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়নি। কারণ পূর্বেই প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ জন্য চৌকস ও দক্ষ সেনাদের ধন্যবাদ।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের