আপডেট: ০৭:২৪, ৩০ আগস্ট ২০১৯
শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান
শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়িগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী স্টেশন চত্বরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। পাশাপাশি শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের পুলিশের সদস্যরাও অভিযান পরিচালনায় অংশ নেন।
আশরাফুজ্জামান বলেন, ‘গতকাল পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গলের পর্যটনের সমস্যা এ সম্ভাবনার বিষয় নিয়ে। সেই সভায় অনেক বক্তারা স্টেশন চত্বরে যত্রতত্র পার্কিং নিয়ে অভিযোগ উঠালে পুলিশ সুপার মহোদয় আমাদের নির্দেশ দেন বিষয়টি সুরাহা করার। সেই নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পেরেছি।‘
এ বিষয়ে শ্রীমঙ্গল শোভাবর্ধন পরিষদের সদস্য সচিব তাপস দাশ বলেন, ‘একদিনের ভেতর স্টেশনের পার্কিংয়ের সমস্যার সমাধান করায় আমরা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাতে চাই। আগে পর্যটকরা স্টেশনে নেমেই যত্রতত্র পার্কিং করে রাখা গাড়িগুলোর জন্য বিপাকে পড়তেন। পুলিশের গৃহীত ব্যবস্থার কারণে এই সমস্যাটার স্থায়ী একটা সমাধান হল বলে আমি মনে করি।‘
বুধবার (২৮ আগস্ট) বিকেলে পর্যটন সেবা সংস্থা ও ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তাদের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ শ্রীমঙ্গল থানাকে এ ব্যাপারে অ্যাকশন নেয়ার নির্দেশ দেন। আর সেই নির্দেশের ২৪ ঘণ্টা পেরুনোর আগেই পুলিশি অ্যাকশনে স্টেশনের পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো হয়েছে।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের