প্রকাশিত: ০৯:১০, ১৫ মে ২০১৯
আপডেট: ১৫:১৬, ১৫ মে ২০১৯
আপডেট: ১৫:১৬, ১৫ মে ২০১৯
অপরাজিত থাকার লক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তাই আজ আইরিশদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে টাইগারদের নেই অতিরিক্ত চাপ। তবুও সিরিজে অপরাজিত থাকতে কোনোরকম ছাড় দিবে না ম্যাশবাহিনী।
বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে ডাবলিনের ম্যালাহাইড আজ মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি জিতলেই অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে নিজেদের সাইড বেঞ্চটাকেও যাচাই করে দেখার সুযোগ থাকছে আজকের ম্যাচে। যা আসন্ন বিশ্বকাপ মিশনে টাইগারদের সহায়তা দিবে।
আয়ারল্যান্ড সফরে আছেন ১৯ ক্রিকেটার। ক্যারিবীয়ানদের বিপক্ষে একাদশে না থাকা কয়েকজন আজ মাঠে নামবেন। এদের মধ্যে রুবেল, মোসাদ্দেক ও লিটনের দলে ঢোকা নিশ্চিত। বিশ্রামে যাবেন মুস্তাফিজ ও মিরাজ। লিটন দলে ঢুকতে পারেন তামিমের জায়গায়। নাঈম হাসান, ইয়াসির আলী ও ফরহাদ রেজা দলে আসছেন না মোটামুটি নিশ্চিত। ফাইনালেও তাদের থাকার সম্ভাবনা নেই। ফলে আয়ারল্যান্ড থেকে খালি হাতেই দেশে ফিরতে হবে এ তিনজনকে। তবে মাশরাফি বিন মুর্তজা আজ বিশ্রামে থাকলে খেলতে পারেন তাসকিন।
অন্যদিকে বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় হবে বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে দুবার হারিয়ে বাংলাদেশ সহজেই পৌঁছে গেছে ফাইনালে। আর বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সিরিজে এখনও কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। তাই আজকের ম্যাচেও অপরাজিত থাকার চেষ্টাই করবে বাংলাদেশ দল। নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে প্রতিটি জয় দেবে আত্মবিশ্বাস।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়