প্রকাশিত: ১৩:৪৩, ২০ জুন ২০১৯
আপডেট: ১৩:৪৩, ২০ জুন ২০১৯
আপডেট: ১৩:৪৩, ২০ জুন ২০১৯
অনলাইনে কিনলেন বাড়ি, পেলেন একটুকরো সরু ঘাসজমি
আইনিউজ ডেস্ক: অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপনে একটি বাড়ির ছবি দেখে যাচাই বাছাইয়ের ধার না ঘেষেই ৯১০০ ডলার(প্রায় সাত লাখ ২৮ হাজার টাকা) দাম দিয়ে বাড়ি কিনে ফেললেন এক ভদ্রলোক। উক্ত টাকাও দ্রুত পরিশোধ করে যখন বাড়ি দেখতে গেলেন তখন অবাক হয়ে জানলেন বাড়ি নয়, শুধুমাত্র একফালি ঘাসজমি কিনেছেন তিনি।
হাস্যকর হলেও এটা সত্যি ঘটনা। অনলাইনে কেনা বেচার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সাথে সাথে একদল অসাধু মানুষও বেড়ে গিয়েছে যারা ভালো জিনিসের বিজ্ঞাপন দিয়ে তুলনামূলক মানহীন জিনিস ধরিয়ে দেয়। সদ্য অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে পেয়াজ পাওয়ার একটি ঘটনাও ভাইরাল হয়েছিলো।
কিন্তু এখানে মোটেও সেধরনের অসাধু ব্যবসায়ীদের ঘটনা নয়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা কার্ভিন হলনেসের সাথে। অনলাইনে বাড়িটির ছবি দেখে ভেবেছিলেন ব্রোওয়ার্ড অনলাইন নিলামের অংশ হিসেবে বাড়িটি বিক্রি হচ্ছে। তিনি সাথে সাথেই অর্থ পরিশোধ করে দেন এবং পরে জানতে পারেন ১ ফুট প্রস্থ এবং ১০০ ফুট দৈর্ঘের এক ফালি ঘাসসহ জমি কিনেছেন। এর বাজারমূল্য ৫০ ডলারের বেশী নয়।
কার্ভিন হলনেস দুঃখ করলেও ফ্লোরিডার কর্তৃপক্ষ তার সাথে একাত্ম প্রকাশ করেনি। কর্মকর্তারা জানাচ্ছেন তারা কার্ভিন হলনেসের জন্য কিছুই করতে পারবেন না। তিনি চুক্তি করে ফেলেছেন এবং ঐ চুক্তির সাথেই আটকে আছেন। আইন অনুযায়ী তিনি তার অর্থ আর ফেরত পেতে পারেন না।
দুঃখজনকভাবে এই একেবারে সরু জমিটিও দুই গ্যারেজের সামনের দুই রাস্তার মাঝখানে। আসলে এই জমিটির ছবি দেখানোর উদ্দ্যেশেই পুরো বাড়ির ছবি বিজ্ঞাপনে দেয়া হয়েছিলো। আর বাড়িটি নিলামের লিংক ছিলো পাশেই। তিনি বাড়ির নিলাম মনে করে ঘাসজমিটির নিলামে অংশ নিয়েছিলেন।
কার্ভিন এখন মনে করেন তার সাথে প্রতারনা করা হয়েছে। তিনি দাবি করছেন বিজ্ঞাপনে সুযোগ থাকলেও কর্তৃপক্ষ ভালোভাবে বিস্তারিত কিছুই দেয় নি।
অন্যদিকে, বিতর্কের মুখে পড়ে অনলাইন সাইটটি ওই জমির বিষয়ে তথ্য পরিবর্তন করে লিখে দিয়েছে যে এটি শুধুমাত্র ১ ফুট প্রস্থ এবং ১০০ ফুট দৈর্ঘের ঘাসজমি। ঘটনাটি ঘটে যাওয়ার পড়ে বৃহস্পতিবার (২০ জুন) রাজ্য কর্তৃপক্ষ অনলাইন সাইটকে সতর্ক করে দিয়ে একটা নোটিশ জারি করে বলে দিয়েছে, আপনারা অনলাইনে কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন ।
এসডি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়