আপডেট: ০৯:০৫, ৮ জানুয়ারি ২০২০
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইবি শিক্ষক সমিতি
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নতুন নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় অনুষদ ভবনে শিক্ষক-সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহনকালে উপস্থিত ছিলেন সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, নব্য নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন। আমরা আমাদের কাজ যথাযথভাবে পালনের চেষ্টা করবো। সমিতি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।এছাড়াও সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নব্য নির্বাচিত সদস্য ও বিদায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
(আরও পড়ুনঃ শাবির তৃতীয় সমাবর্তন আজ, গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস)
(আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থীর ধর্ষকের নাম মজনু)
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আওয়ামীপন্থী প্যানেল থেকে হিউম্যান রিরোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আইনিউজ/এসডি- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের