প্রকাশিত: ০৬:৩২, ৩০ মে ২০১৯
আপডেট: ০৬:৩৪, ৩০ মে ২০১৯
আপডেট: ০৬:৩৪, ৩০ মে ২০১৯
আজ সন্ধ্যায় শপথ নিবেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রায় আট হাজার অতিথি।
বিশ্ব নেতাদের ছাড়াও মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা, কূটনীতিক, রাষ্ট্রদূত, যশস্বী ব্যক্তিবর্গ ও লোকসভার বিরোধীদলীয় সদস্যরাও। উপস্থিত থাকবেন কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী।
পিটিআই সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর ১০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ভোরেই দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে দিনটি শুরু করছেন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাওয়া নরেন্দ্র মোদি।জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় সময় সকাল ৭টায় নরেন্দ্র মোদি গান্ধী মেমোরিয়ালে উপস্থিত হন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এখানে শ্রদ্ধা জ্ঞাপনের সময় মোদির সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ্, বিজেপি নেতা রবি শঙ্কর প্রাসাদ, মানেকা গান্ধী, স্মৃতি ইরানিসহ বিজেপি ও এনডিএ জোটের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সবশেষে মোদি দিল্লির ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান। এখানে বিভিন্ন যুদ্ধে ভারতের নিহত সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্যালুট জানান তিনি।
ভারতের রাজধানীর ওই তিনটি স্থানে মোদির ভ্রমণের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন স্থাপনা ও ভবনের ওপরে স্নাইপার মোতায়েন করা হয়েছিল বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়