প্রকাশিত: ১৫:০৯, ১ জুন ২০১৯
আপডেট: ১৫:০৯, ১ জুন ২০১৯
আপডেট: ১৫:০৯, ১ জুন ২০১৯
ট্রাম্পের সিদ্ধান্তে নিন্দা জানালো ওআইসি
আইনিউজ ডেস্ক: বিতর্কিত নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া ও মার্কিন দূতাবাস স্থানান্তর করার জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ।
শনিবার (১ জুন) সৌদি আরবের মক্কায় ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে , জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা নিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ ফিলিস্তিনিদের পুর্ণাঙ্গ জাতীয় অধিকার আদায়ের জন্য ওআইসি তাদের সাথে আছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, ফিলিস্তিনিরা যত দিন না তাদের অধিকার ফিরে পাচ্ছে, তত দিন এটা তাদের মূল কাজ। মসজিদুল আকসার ঐতিহাসিক এবং আইনি মর্যাদা হানি করে এমন যেকোনো ধরনের পদক্ষেপ তারা নিস্বার্থভাবে প্রত্যাখ্যান করছেন।
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাম্প্রতিক সুসম্পর্কের মধ্যেই এমন বক্তব্য দিলেন সৌদি বাদশাহ। মূলত ইরানের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সমর্থন আদায়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপে এই সম্মেলনের আয়োজন করেছে ওআইসি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জাতিসংঘের রেজ্যুলেশনের সঙ্গে সঙ্গতি রেখে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এই সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানান।
তিনি বলেন, ওআইসি প্রতিষ্ঠার ৫০ বছর পরও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে সংস্থাটি, যদিও এই ইস্যুকে সামনে রেখেই মূলতঃ প্রতিষ্ঠিত ১৯৬৯ সালে সংস্থাটি।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। এ ঘটনার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় শতাধিক ফিলিস্তিনি।
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়