নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২১, ৭ এপ্রিল ২০২১
হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু
মৌলভীবাজারে হাওর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর জেলার হাওরগুলোতে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় জেলা কৃষি কৃষি কর্মকর্তা ড. লুৎফুল বারী ও রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময়মতো ধান ঘরে তুলতে পারেন তার জন্য প্রশাসন পাশে থাকবে। এবং কৃষকরা যাতে ন্যয্যা দাম পায় তার জন্য সঠিক তদারকি করা হবে।’
জেলার হাইলহাওর, কাওয়াদিঘী ও হাকালুকি হাওরে বোরো আবাদ নির্ভর করে প্রকৃতির ওপর। ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢল নেমে প্রথমেই বোরো ধান তলিয়ে যায়। কৃষকেরা জানিয়েছেন, জেলার বেশিরভাগ এলাকায় ফসল ভালো হয়েছে। তবে বৃষ্টি-বন্যা জয় করে এই ফসল ঘরে তুলতে পারলে তারা লাভের মুখ দেখবেন।
কৃষি সম্প্রসাারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এবার বোরো আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ ৪৫ হেক্টর জমিতে। এতে ২ লাখ ১৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে।
আইনিউজ/এসডি
- এলাচ চাষ করবেন যেভাবে
- প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ
- ভাদ্র মাসে চাষ করতে পারেন যেসব সবজি