কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আপডেট: ২০:০৪, ৩০ আগস্ট ২০২২
কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা
আমন ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা
এক সময়ের বৃহত্তর সিলেটের শস্য ভান্ডার হিসেবে খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধানে দেখা দিয়েছে মাজরা পোকা। পোকার আক্রমণে ধানের মাইন পঁচে লাল হয়ে যাচ্ছে। ফলে ধানের ভালো ফলন নিয়ে শঙ্কার পাশাপাশি পোকার আক্রমণ থেকে ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা।
কৃষকেরা জানান, তীব্র গরম ও অনাবৃষ্টি অপেক্ষা করে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। ধানের রঙ কালচে হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ করে ধানের মাইন কেটে দিচ্ছে। ফসল রক্ষার জন্য কৃষকেরা এখন কীটনাশক ছিটচ্ছেন। আমন ধানের ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকেরা। কৃষকদের আশঙ্কা, সময় মতো পোকা দমন করতে না পারলে আমন উৎপাদন ব্যাহত হবে।
উপজেলা কৃষি সম্প্রেসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে।
আগাম আমন ধানের খেতে মাজরা পোকার আক্রমণের খবর পাওয়ার পর কৃষি অফিস থেকে এসব এলাকার কৃষকদেরকে সহযোগিতা করা হচ্ছে। কীটনাশক ছিটানোর মাধ্যমে মাজরাপোকা চলে যাবে বলে জানা যায়। পোকায় যেসব ধানের মাইন কেটেছে এসব ধানের মাইন আবার গজাবে।
সরেজমিনে কমলগঞ্জ উপজেলার আলীনগর, সদর ইউনিয়ন, শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নে ঘুরে দেখা যায়, আমন ধানের গাছে মাজরাপোকায় আক্রমন করেছে। পোকায় ধানের মাইন কেটে দিচ্ছে ও পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করছে। পোকা থেকে ধান রক্ষার জন্য কৃষকেরা বাজার থেকে সিতারা নামক কীটনাশকসহ বিভিন্ন ধরনের কীটনাশক ছিটাচ্ছেন।
পতনঊষার ইউনিয়নের কৃষক মুক্তার মিয়া বলেন, আমি প্রায় ২ একর জমিতে এবার আমন ধান চাষ করেছি। আমার সব জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে। কৃষি দোকান থেকে সিতারা নামক কীটনাশক স্প্রে করেও পোকা দমন করা যাচ্ছে না।
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশংসিত মৌলভীবাজারের ট্যুরিস্ট বাস সার্ভিস
- মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাখা মিয়া আর নেই
তার মতো উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক আবুল কাশেম বলেন, আমার ৩ একর আমন ধানে পোকায় ধরেছে। হঠাৎ করে পোকায় আক্রমণ করে ফসল নষ্ট করে ফেলছে। এখন কীটনাশক স্প্রে করেছি পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, আমন খেতে কিছু এলাকায় পোকার আক্রমণের কথা শুনেছি। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া মাজরা পোকা এখন আর ক্ষতিকর পোকা নয়। যেসব এলাকায় পোকায় ধানের মাইন কেটেছে এগুলো কিছু দিনের মধ্যে আবার গজাবে।
কীটনাশক ছিটালেই এই পোকা দমন হবে বলেও জানান তিনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- এলাচ চাষ করবেন যেভাবে
- প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ
- ভাদ্র মাসে চাষ করতে পারেন যেসব সবজি