Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর

প্রকাশিত: ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২৩

খানসামায় আগাম জাতের ভুট্টা চাষে আশাবাদী কৃষকরা 

বিস্তীর্ণ মাঠে এক সপ্তাহের ব্যাবধানে ভুট্টার গাছ ২ থেকে ৩ ফুট হয়েছে। ছবি- আই নিউজ

বিস্তীর্ণ মাঠে এক সপ্তাহের ব্যাবধানে ভুট্টার গাছ ২ থেকে ৩ ফুট হয়েছে। ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় আগাম জাতের এলব্রুসসহ উচ্চ ফলনশীল বেশ কিছু জাতের ভুট্টা চাষ করছেন কৃষকরা। এ উপজেলার ভুট্টার জন্য বিখ্যাত। কৃষকরা ধান, আলু আবাদ করলেও বর্তমানে তারা খরচ কম বেশি লাভের আশায় আগাম ভুট্টা চাষ করছেন। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন অনেকেই।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা জুড়ে ১৫-১৬টি জাতের ভুট্টার চাষ হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগামজাতের ভুট্টা লাগানো হয়েছে।

প্রতি বছর তুলনামূলক ভালো ফলন হওয়ায় ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

উপজেলার ভেড়ভেড়ি গ্রামের কৃষক সালাউদ্দিন আই নিউজ প্রতিবেদককে বলেন, এবারে দুই বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। কম খরচে ও স্বল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায়। বর্তমান বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো রয়েছে। আগামী দেড় মাসের মধ্যে ভুট্টা সংগ্রহ ও মাড়াই শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা এবার বোরো ধানের জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল পুষ্টিসমৃদ্ধ দানাদার জাতীয় ভুট্টা চাষ করছেন। প্রতি বছর তুলনামূলক ভালো ফলন হওয়ায় ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

তাছাড়া, কৃষি বিভাগ থেকে বীজ, সার, কীটনাশক দিয়ে কৃষকদের সহায়তা করা হয়েছে। জমিতে রোগবালাই দমনের জন্য মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন বলেও জানান এই কৃষি কর্মকর্তা। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারিতে দেখুন

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়