ইমরান আল মামুন
আপডেট: ০৬:৩৯, ৩ অক্টোবর ২০২৩
বিভিন্ন ফলের ছবি নামসহ
ফলের ছবি নামসহ আজকের আর্টিকেলে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকের আর্টিকেলে আমরা তুলে ধরছি বিভিন্ন ধরনের ফলের ছবি এবং সেগুলোর নাম সহ।
বর্তমান সময় হচ্ছে অনলাইনের যুগ। প্রত্যেক বাসা বাড়িতে একটি করে এন্ড্রয়েড ফোন কিংবা কম্পিউটার ডিভাইস হয়েছে। বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদেরকে মোবাইলে বিভিন্ন কার্টুন অথবা অন্যান্য ভিডিও দেখে উৎসাহ দান করা হয়। কিন্তু আপনি যদি এর সঠিক ব্যবহার করেন তাহলে মোবাইলের মাধ্যমে অনেক কিছু শেখাতে পারবেন বাচ্চাদেরকে। যেমন বিভিন্ন ধরনের আক্ষরিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের ফল এবং তাদের ছবি সম্পর্কে পরিচিতি লাভ করে দিতে পারেন। আমাদের আর্টিকেলটি মূলত একদম বাচ্চা শিশুদের জন্য যারা আক্ষরিকভাবে পড়াশোনা করতে পারে না শুধুমাত্র ছবি দেখে বিষয়বস্তু জানতে পারে সেজন্য।
অর্থাৎ ছবি দেখে বিভিন্ন ফলের পরিচিতি সম্পর্কে জানার জন্য আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য একদম উপযুক্ত। প্রতিটি ফলের নাম অর্থাৎ দেশ-বিদেশের যে সকল ফল রয়েছে সেগুলোর নাম এবং এদের বিবরণ সহ দেওয়া হচ্ছে এখানে। যাতে করে একজন শিক্ষার্থী এখান থেকে সকল বিষয়গুলো জানতে পারেন।
বিভিন্ন ফলের ছবি নামসহ
এখন আমরা দেশ-বিদেশের বিভিন্ন ফলের ছবি দেখব এবং সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কেও জানব। দেখে বাচ্চারা ফলের নাম এবং এর পরিচিতি জানবে। অর্থাৎ হাসতে হাসতে খেলতে খেলতে এই পড়াশোনা করতে পারবে খুব সহজে। আসুন তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাই।
কাঁঠালের ছবি নাম সহ
বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আমরা শুরু করলাম এই ফলটি দিয়ে। এটি তুলনামূলকভাবে অন্যান্য ফলের চেয়ে আকারে বড় হয়ে থাকে। কাঁচা অবস্থায় দেখতে সবুজ, পাকলে দেখায়। এর গায়ে রয়েছে কাটা কাটা। কিন্তু গায়ে কাঁটা থাকলেও খেতে সুস্বাদু এবং রসালো। সাধারণত আমাদের দেশে এক প্রজাতির কাঁঠাল বেশি পাওয়া যায়। আমাদের দেশে খুব কম পাওয়া যায় লাল কাঁঠাল। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই ফল খেতে পছন্দ করে। অত্যন্ত রসালো হওয়ার কারণে এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গায়ের পরিবর্তনের অর্থাৎ উজ্জ্বলতার ক্ষেত্রে কাঁঠালের ভূমিকা অপরিসীম। এই ফলটি শুধুমাত্র আমাদের দেশে গরমে পাওয়া যায়। অর্থাৎ কাঁঠাল হচ্ছে গ্রীষ্মকালীন ফল। খাওয়ার ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয়। কারণ এর মধ্যে রয়েছে আঠা যুক্ত যা চুল জাতীয় কোন কিছুতে লাগলে খুব জটিল ভাবে লেগে যায়। আসুন বিভিন্ন ফলের ছবি নাম সহ দেখেনি তেমন ভাবে কাঁঠালের।
আমের ছবি ডাউনলোড করুন
বাংলাদেশের ফলের রাজা হচ্ছে আম। দেখতে শুধুমাত্র সুন্দর নয় বরং খেতে অনেক সুস্বাদু। বাংলাদেশের প্রায় কয়েক রকমের আম পাওয়া যায়। বিশেষ করে আমের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী। বছর কয়েক লক্ষ মেট্রিক টন উৎপাদন করা হয় রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর আমের ফলন হয়ে থাকে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে প্রচুর অর্থ আয় করছে বাংলাদেশ আম শিল্প। আর প্রত্যেক বছর আম চাষিরা প্রচুর লাভবান হচ্ছে এই ফলন ফলিয়ে।
এ আমটি কাঁঠালের তুলনায় ছোট হয়ে থাকে এবং ভিতরে থাকে আঠ যুক্ত। আমের প্রকার ভেদে আমের স্বাদ এবং আঠ ভিন্ন হয়ে থাকে। আর স্বাদের দিক থেকেও রয়েছে নানা ধরনের ভিন্নতা। যেমন টক আম রয়েছে, মিষ্টি আম, কাঁচা মিঠা আম ইত্যাদি। বাংলাদেশে এভারেজ আমে কেজি পঁচিশ টাকা থেকে শুরু করে কয়েকশো টাকা পর্যন্ত। আর যদি পাইকারি তো আপনি আম কেনেন হয় তাহলে এর পরিমাণ দ্বারা আরো কম। আম চাষীদের পাশাপাশি যারা আমের বিক্রেতা রয়েছে তারাও প্রচুর লাভবান হয় এই সিজনে। আসুন আমরা আমের কয়েকটি ছবি দেখে নেই।
লিচুর ছবি নাম সহ
বিভিন্ন ফলের ছবি নামসহ জানতে হলে অবশ্যই আপনাকে লিচু সম্পর্কে জানতে হবে। যত গোলাপ ফল রয়েছে তার মধ্যে সবচেয়ে দেখতে এবং আকর্ষণীয় ফল হচ্ছে লিচু। বাচ্চারা এই ফল দেখা মাত্রই আনন্দ নাচতে শুরু করে এবং খেতেও অনেক পছন্দ করে। লিচু আকারে ছোট এবং বিচি যুক্ত। এর ওপরে কাঁঠালের মত ছোট ছোট কাটা কাটা রয়েছে তবুও কাঁঠালের মত এত শক্ত নয়। অত্যন্ত নরম এবং পাতলা আবরণে ঢাকা। কাঁচা অবস্থায় লিচুর রং থাকে সবুজ আবার পাকা অবস্থায় লাল টকশকে হয়ে যায়। ভেতরের আবরণ হচ্ছে সাদা থাকে। আমাদের দেশে প্রায় ২০ প্রকারের বেশি জাতের লিচু পাওয়া যায়। কাঁঠালের মত এটিও গ্রীষ্মকালীন একটি ফল। ফলটি সাধারণত শতক হিসেবে বিক্রি করা হয়। প্রতি শতক লিচুর দাম সাধারণত ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মূলত লিচুর ধরন এবং অন্যান্য সামগ্রী অনুসারে এর দামের তারতম্য হয়। বাংলাদেশের সর্বত্র লিচুর ফলন হয় এবং প্রায় সব জায়গায় চাষ হয়ে থাকে। আমরা লিচুর ছবিটি দেখে নেই নিচে থেকে।
জামের ছবি
আমাদের দেশে জনপ্রিয় আরেকটি ফল হচ্ছে জাম। বৃষ্টির দিনে এই ফলটি অর্থাৎ গ্রীষ্ম এবং বর্ষাকালের মাঝামাঝি সময়ে এর ফলটি পাওয়া যায় বাজারে। দেখতে অনেক কালো হলেও খেতে অনেক সুস্বাদু। শুধুমাত্র জাম নয় জামের কার্ড অত্যন্ত মজবুত এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী। বিভিন্ন ফলের ছবি নামসহ এর তালিকায় আমরা দেখব। জামের রস এবং জুস খেতে অনেক সুস্বাদু। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে জামগাছ রয়েছে বর্তমান সময় পর্যন্ত। কিন্তু এই গাছটি এখন প্রায় বিলুপ্তির পথে।
আনারসের ছবি
গ্রীষ্মকালীন ফল গুলোর মধ্যে সুস্বাদু এবং রসালো যে রয়েছে সেটি হচ্ছে আনারস। এটি খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন অনেক সুন্দর। বাংলাদেশের টাঙ্গাইলের উপরে সবচেয়ে বেশি জনপ্রিয় এই আনারসের কারণে। সমতল অঞ্চলের তুলনায় পাহাড়ি অঞ্চলে এর চাষ ভালো হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলের আনারস খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। কাঁচা অবস্থায় এ ফলটি দেখতে সবুজ হয়ে থাকে এবং পাকা অবস্থায় দেখতে হলুদ হয়। বাচ্চাদের কাছে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে এটি। বিভিন্ন ফলের ছবি নামসহ দেখতে নিচের ছবিগুলো দেখে নিন।
- এলাচ চাষ করবেন যেভাবে
- প্লাস্টিক বোতলে সহজেই চাষ করুন পুঁই শাক
- কমলগঞ্জে,
আমন ধানে মাজরা পোকার আক্রমণ, চিন্তায় আছেন কৃষকরা - বঙ্গবন্ধু ব্রি ধান ১০০ চাষে সময় কম লাগে, খরচ বাঁচে
- ঔষধি গুণধর কালো মোরগের চাষ হচ্ছে বাংলাদেশেও
- বাড়ির টবে ক্যাপসিকাম চাষ পদ্ধতি
- বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ পদ্ধতি
- দেশের বাজারে সারের দাম বেড়েছে আরও ৬ টাকা
- মাটি ছাড়া শুধু পানি দিয়ে ঘাস চাষ
- ভাদ্র মাসে চাষ করতে পারেন যেসব সবজি