Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

প্রকাশিত: ১১:৫২, ১ জুলাই ২০১৯
আপডেট: ১১:৫২, ১ জুলাই ২০১৯

মাদ্রাসার শ্রেনী কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী দারুল উলূম মাদ্রাসার শ্রেনী কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুন) পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামাল বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ও মাদ্রাসা সুত্রে জানা যায়, যুবকের নাম আলমগীর হোসেন (২৬)। পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে আলমগীর হোসেন পাটলী দারুল উলূম মাদ্রাসার বাবুর্চির কাজ করতেন। মাদ্রাসার একটি কক্ষে রাত্রিযাপন করতেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবার রাতের খাওয়া দাওয়া শেষ মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতে চলে যান। রোববার সকাল ৯ টার দিকে মাদ্রাসার দশম শ্রেণী কক্ষের তীরের সঙ্গে গলায় দরি পেচিঁয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।   এসটি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়