Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

প্রকাশিত: ০৪:৩২, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ০৪:৩২, ৩০ আগস্ট ২০১৯

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

চট্টগ্রামের বাঁশখালী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে। এর নাম মো. ইরান।

শুক্রবার সকালে থানার পূর্ব চাম্বল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশবুর রহমান বলেন, টহলরত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইরান ও তার সহযোগীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে জলদস্যুরা পিছু হটে। পরে ইরানের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়