Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫২, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ০৪:৫২, ৩০ আগস্ট ২০১৯

শ্রদ্ধাকে নিয়ে জাজের ছবির খবর ‘ভুয়া’, জানালেন অভিনেত্রী নিজেই

কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সেখান থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। বিগ বাজেটের এই ছবির বহু কলাকুশলী হলিউড বলিউড থেকে নেয়া হচ্ছে।

এরমধ্যে বৃহস্পতিবার সকালে ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজ থেকে জানা যায় ছবিটিতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এরপর স্বাভাবিক ভাবেই দেশের বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণ ও নিউজ পোর্টালগুলোতে খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়।

কিন্তু দেশের শীর্ষ দৈনিককে ভারতের মুম্বাই থেকে শ্রদ্ধা কাপুর জানান, তিনি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না।

শ্রদ্ধা কাপুর জানান, ‘এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না।’ এদিকে, শ্রদ্ধা কাপুরের নিজস্ব জনসংযোগ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, এটি পুরোপুরি ভুয়া খবর।

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘ছবিটির অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করার দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকেই যোগাযোগ করা হয়েছে। আমরা এর বেশি কিছু জানি না।’

প্রসঙ্গত, ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে—বাংলা আর ইংরেজিতে। ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

‘মাসুদ রানা’ সিরিজের এই ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়