Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

প্রকাশিত: ০৫:১০, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:১০, ৩০ আগস্ট ২০১৯

বিয়ের কয়েক মিনিটের মধ্যেই নবদম্পতির মৃত্যু

সারা জীবন একসঙ্গে চলার শপথ নিয়ে বিয়ে করেছিলেন তারা তবে চলার সেই পথ দীর্ঘ হলো না। বিয়ের মাত্র কয়েক মিনিটের মধ্যেই একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক মার্কিন নবদম্পতি।

নিহতরা হলেন ১৯ বছর বয়সী হারলে মরগান ও তার স্ত্রী ২০ বছরের রিয়্যানন বওড্রেক্স।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দীর্ঘদিন প্রেমের পর শুক্রবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয় আদালতে বিয়ে করেন হারলে ও রিয়্যানন। সেখানে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের নিয়ে কিছু দূরে অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন তারা। নবদম্পতিকে বহনকারী গাড়িটি পাঁচ লেনের হাইওয়েতে ওঠার পর একটি পিকআপবাহী ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় কয়েকবার উল্টে পাশের খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান হারলে ও রিয়্যানন।

পুরো ঘটনাটি অন্য গাড়িতে থাকা দুই পরিবারের সদস্যদের সামনেই ঘটে। বিয়ের পোশাকে থাকা হারলে ও রিয়্যাননের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

এই ঘটনার পর ট্রেইলার চালককে আটক করেছে পুলিশ। তিনিও পুলিশকে তদন্তে সহায়তা করছেন। চালক মদ্যপ ছিলেন কি না সে পরীক্ষাও করা হচ্ছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়