নিজস্ব প্রতিনিধি
আদালত চত্বরে মহিলা দল নেত্রীকে মহিলা লীগের চড়
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/bogura-adalot-slap-mohila-n-2207172038.jpg)
বগুড়ার গাবতলীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ বক্তব্য দেওয়ার জেরে মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনির ওপর আদালত চত্বরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে কারাগারে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
এ দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন সুরাইয়া জেরিন রনি। তবে আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন করেন।
গাবতলীতে বিএনপির সমাবেশে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশে হামলার ঘটনায় দায়ের মামলায় রনিকে এর আগে আসামি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত থেকে কারাগারে পাঠানোর সময় আদালত চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মুন্নি চড় মারেন রনিকে এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ডিম ছুড়ে মারেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’, ‘অশালীন’ কথা বলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি। তার বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বেলা ১২টার দিকে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপির সমর্থকরা মিছিলের ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
এ ঘটনায় ওই দিন বিকেলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়রসহ বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করে আওয়ামী লীগ নেতা আজিজার রহমান পাইকার।
এরপর মহিলা দল নেত্রীর শাস্তির দাবিতে বগুড়া শহরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, কুশপুতুল দাহসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
- আরও পড়ুন- লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম
মামলায় সুরাইয়া জেরিন রনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে জেলা জজ আদালতে জামিন নিতে আসেন তিনি। মহিলা দল নেত্রী রনির আসার খবরে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। এ সময় বিএনপি নেতাকর্মীরাও আদালত চত্বরে আসেন। তাদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় রনিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালতের সিঁড়িতে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মুন্নি শাবেরাত রনির ঘাড়ে চড় মারেন। যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024